তারাগঞ্জে যুবক বাবু হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা এলাকায় খবির মিয়ার পুকুরপাড় থেকে যুবক বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়িরহাট হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বুড়িরহাট রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় জনসাধারণও অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত বাবু পেশায় ভ্যানচালক হলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল বুড়িরহাট স্কুলে।
এলাকাবাসীর দাবি, বাবু একজন শান্ত স্বভাবের ছেলে ছিল এবং তার এই নির্মম হত্যাকাণ্ড পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।