ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার আটক ১ জন
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার দেবীনগর গ্রাম থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রফিকুল দেবীনগর রামচন্দ্রপুর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, ৫টি রাম দা, হাতুড়িসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র। ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুলের বাড়ি থেকে এসব অস্ত্র এবং সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। পরে রফিকুলকে আটক করা হয়।
শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে আটক করেছে। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।