তারাগঞ্জে একটি বাড়িতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
এম এ শাহীন: রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।
ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পলাশবাড়ী সেনপাড়া গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র সেনের(সাবেক ইউপি সদস্য) বাড়িতে।
জানা গেছে, রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে অন্যান্য দিনের ন্যায় ওই দিন রাতেও বাড়ির দরজা লাগিয়ে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পরেন। গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
মৃত কৃষ্ণ চন্দ্র সেনের ভাতিজা সঞ্জিত সেন বলেন, ‘আমরা বাড়িতে ঘুমিয়ে পরলে ডাকাত দলের সদস্যরা আমাদের বাড়িতে এসে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখে ঘরের বাইরে এসে দেখি সবকটি ঘরের দরজাই ভাঙা। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোট ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’
পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আঃ রহিম বলেন, ‘কয়েক দিন থেকে আমাদের তারাগঞ্জ উপজেলায় চুরির ও ডাকাতির হার বেড়ে গেছে। আমরা খুবই উদ্বিগ্ন আছি।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘আমরা ডাকাতি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছি। আইন-শৃঙ্খলা উন্নয়নকল্পে আজ থেকে তারাগঞ্জ উপজেলায় পনেরোটি চেক পোষ্ট বসাবো।