ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যবসায়ীর মরদেহ নদী থেকে উদ্ধার।
সাকিব আহসান,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আনোয়ারুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
২৪ শে জুলাই, বৃহস্পতিবার সকালে টাঙ্গন নদীর করনাই ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ারুল ইসলাম দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার বনগাঁও গ্রামের কাসেম আলীর ছেলে।
মৃত আনোয়ারুল ইসলামের ছেলে আবু সাঈদ জানান, “তার পিতা কাঁচামালের ব্যবসা করতেন। মাঝে মাঝে নদীতে মাছ ধরতেন। বুধবার সন্ধায় তিনি নদীতে মাছ ধরতে আসেন। এরপর আর বাড়িতে ফিরেননি।”
সকালে খবর তার পরিবার জানতে পারেন কাঁচামাল ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের মরদেহ নদীতে ভাসছে।
পরিবারের পক্ষ থেকে তদন্ত করে এর ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, “ওই ব্যক্তি বুধবার দিবাগত সন্ধায় বোচাগঞ্জ থানার টাঙ্গন নদীর মাহালীপীর ঘাটে মাছ ধরতে আসেন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। সকালে নদীর এপারে করনাই ঘাটে তার মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত চলছে।”