ঝিনাইদহে পেয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধি জন্য ৮৫০ জন কৃষক পেল পেঁয়াজের বীজ ও সার
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার সাড়ে ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৮৫০ কেজি পেঁয়াজ বীজ ও ৩৪ মেট্রিক টন সার বিতরণ করা হয়।
বুধবার সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ সার বীজ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।
সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী, সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।
কৃষি অফিস জানিয়েছে, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।