জুলাই-আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় ছাত্রদলের উদৌগে দোয়া মাহফিল
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সু্স্হতা কামনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদৌগে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কেরর দলীয় কার্যালয়ে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝিনাইদহ সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড.আব্দুল আলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝিনাইদহ-২ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের পুত্র ডা.ইব্রাহীম রহমান বাবু।
প্রধান বক্তা ডা.ইব্রাহীম রহমান বাবু বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদল জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বার্থে আন্দোলন করেছে। আগামীতেও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সাহসী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার বীরত্ব ও নেতৃত্বেই বিজয় সম্ভব হয়েছে। পরে গনঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সু্স্হতা কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় দোয়া করা হয়।