ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে কটুক্তি করায় এবং সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গীতাঞ্জলি সড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের পুত্র ও কেন্দ্রীয় ড্যাব সদস্য ডাঃ ইব্রাহিম রহমান বাবু। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শোয়েব রহমান বাপ্পি,
উপস্হিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আসলাম হোসেন, জেলা যুবদলের সহসাংগঠনিক আতিক উজ্জল, জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক আকাশ আহমেদ উজ্জ্বল,জেলা যুবদলের সহ-আইন সম্পাদক আবু সালেহ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন খান সহ প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করতে গুপ্ত সংগঠনের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার শুরু করেছে ৭১ এর পরাজিত শক্তি। এসময় বক্তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।