মিঠাপুকুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মিঠাপুকুর( রংপুর) প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল বুধবার মিঠাপুকুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার সুজিত কস্তা’ র সভাপতিত্বে ও সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিনের সঞ্চালনায় উন্মুক্ত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর – ময়মনসিংহ ক্লাস্টারের ফিল্ড কমিউনিকেশনস কো-অর্ডিনেটর আলভী হোসাইন, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ।
মতবিনিময় সভায় উন্মুক্ত বক্তব্যে বলেন,মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন এবং স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা নিশ্চিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম এর অগ্রগতি ও পরিচিতির ক্ষেত্রে মিঠাপুকুর প্রেসক্লাব অন্যতম একটি অংশীদার। চলমান উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে শিশু সাংবাদিকতা ক্ষেত্রে তৈরী, বিশেষত শূন্য অপুষ্ট শিশু,শূন্য শিশু শ্রম, শূন্য বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু,শূন্য বাল্যবিবাহ এবং শূন্য প্লাস্টিকের ব্যবহার নিশ্চিতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।