বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাঃ সম্পাদক আটক
বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিররবন্দরে বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাঃ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে আটক করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ।
গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যার সময় সরকার বিরোধী ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক চলাকালে তাঁকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তিনি দিনাজপুর জেলা তাঁতী লীগের যুগ্ন আহ্বায়ক, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে পুলিশে চাকুরী দেয়াসহ বিভিন্ন চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার একাধিক অভিযোগ রয়েছে।
দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ইন্টেলিজেন্ট) এস এম আহসান হাবীব, লায়লা বানুকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, “দিনাজপুর সদর থানার একটি মামলায় তাকে ডিবি পুলিশ আঁটক করেছেন”।