মিঠাপুকুরে দখলকৃত জমিকে অন্যের দখল দেখিয়ে আদালতে প্রতিবেদন দেওয়ার অভিযোগ
মিঠাপুকুর প্রতিনিধি:রংপুরের মিঠাপুকুরে ১৪৪ ধারার তদন্ত প্রতিবেদনে একজনের জমি আরেক জনের দখল দেখিয়ে আদালতে প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে এসিল্যান্ডের বিরুদ্ধে । এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ১৪ নং দূর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী মৌজায় নুরুল ইসলামের সঙ্গে চাঁন মিয়ার বাড়ি ভিটার ১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এই সংক্রান্ত বিরোধের জেরে নুরুল ইসলাম, গত ১২/১২/২০২৩ ইং তারিখে আদালতে চাঁন মিয়ার বিরুদ্ধে তার দখলকৃত সম্পত্তির উপর ১৪৪/১৪৫ ধারা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অস্থায়ী নিষেধাজ্ঞা ১৪৪/১৪৫ ধারা মোতাবেক মিঠাপুকুর থানা পুলিশ এবং মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর তদন্তের জন্য প্রদান করেন। এবং উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আদালত উভয়পক্ষকে নির্দেশনা দেন।
কিন্তু মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) মুনতামিস বিল্লাহ, চাঁন মিয়ার দখলে থাকা ১ শতাংশ জমি তার দখলে নেই উল্লেখ্য করে আদালতে ১৪৪/১৪৫ ধারায় প্রতিবেদন দেন। চাঁন মিয়ার বাড়ির উঠানে গাছপালা এবং গরু বাঁধা থাকলেও তিনি নুরুল ইসলামকে দখলদার দেখান।
চাঁন মিয়া দাবি করেন, নুরুল ইসলামের জমি শঠিবাড়ী বৈরাতী সড়কে অধিগ্রহণ হয়েছে। অধিগ্রহণ হওয়ার পরেও নুরুল ইসলাম আমার জমি দখল নেওয়ার চেষ্টা করছেন। জমি আমার দখলে থাকলেও ১৪৪/১৪৫ ধারার প্রতিবেদন আমার বিপক্ষে দেওয়া হয়েছে। নুরুল ইসলাম বলেন, আমি আদালতে ১৪৪/১৪৫ ধারা মোতাবেক স্হায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছি। আমার জমি চাঁন মিয়া দখল করে আছে। তবে তিনি স্বীকার করেন, ওই ১ শতাংশ জমি চাঁন মিয়ার উঠানে ঢুকে গেছে।
এবিষয়ে মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) মুনতামিস বিল্লাহ বলেন, ঘটনাস্থলে যা পেয়েছি, তাই আদালতে প্রেরণ করা হয়েছে।