পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকায় রথযাত্রায় সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়
মোঃ সুলতান মারজান (হৃদয়),স্টাফ রিপোর্টার:-হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা-কে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীন ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পীরগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকায় ফিরতি ও সমাপ্তি রথযাত্রা আজ ৫ জুলাই ২০২৫ তারিখে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
রথযাত্রাকে ঘিরে ধর্মীয় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আর্মি ক্যাম্প গত ২৭ জুন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। ক্যাম্প কর্তৃপক্ষ জানান, উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী পুরো সময়ে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে গেছে।
পীরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, “রথযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানসমূহে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় সহায়তার জন্য ক্যাম্প কমান্ডার স্থানীয় পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পীরগঞ্জ ও মিঠাপুকুরে এবারের রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি বিরাজ করছে।