গঙ্গাচড়ায় অটোরিকশা চালকের মাথায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একজন অটোরিকশা চালকের মাথায় ও চোখের উপরে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২.০০ ঘটিকার সময় উপজেলার বড়াইবাড়ী-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলের পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালকের নাম মোঃ ইউনুস আলী সুমন (৩৩)। তিনি অত্র উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ (ঘোনটারী) গ্রামের মোঃ আইয়ুব আলীর প্রথম ছেলে। তাঁকে রাতে আহত অবস্থায় গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত চালক বলেন রাত অনুমান ১.০০ ঘটিকার সময় রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে যাত্রী নিয়ে আমি আনোয়ারমারীর উদ্দেশে রওনা হই। রাত গভীর হওয়ায় গঙ্গাচড়া বাজারে এসে ভাতের হোটলে কাজ করা ছোট ভাই জিহাদকে সঙ্গে নিয়ে আনোয়ারমারী যাই। পরে আনোয়ারমারীতে তাদের নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পথিমধ্যে উপজেলার বড়াইবাড়ী তেলের পাম্প পার হলে ফাঁকা স্থানে পাকা রাস্তায় কলাগাছ ফেলে আমাদের অটোরিকশা আটকে দেয় ছয়-সাতজনের একটি ডাকাত দল। পরে আমাদের দুই ভাইকে বেধড়ক মারধর এবং আমার মাথায় ও চোখের ওপরের অংশে ছুরিকাঘাত করে ডাকাত দল অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় । ছোট ভাই জিহাদের সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে বাসায় ফোন দিলে আমার বাবা, চাচা, ভগ্নিপতি আমাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গঙ্গাচড়া মডেল থানার ওসি জানান উক্ত বিষয়ে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।