তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়কের মাতার ইন্তেকাল- (ছবি প্রতিকী)
তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহিনুর ইসলাম মার্শালের মাতার ইন্তেকাল, শোকের ছায়া রাজনৈতিক অঙ্গনে
এম.এ.শাহীন: রংপুরের তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম মার্শালের শ্রদ্ধেয় মাতা গতকাল মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীতে অবস্থিত নিজ পৈতৃক নিবাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মরহুমা ছিলেন অত্যন্ত ধার্মিক, পরহেজগার ও সমাজসেবায় অনুপ্রাণিত একজন মহিয়সী নারী। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তিত্ব।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল বুধবার (২ জুলাই) সকাল ১০টায় রাজশাহীতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমার মৃত্যুতে তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম মার্শালের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রংপুর জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও পৃথক পৃথক শোকবার্তায় মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।