ঝিনাইদহে ধর্ষণের শিকার কিশোরীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে ধর্ষণের শিকার কিশোরীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার তারেক রহমানের পক্ষ থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ মশিউর রহমানের স্ত্রী ও ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সদস্য এবং ঝিনাইদহ জেলা মহিলা দলের উপদেষ্টা আইনজীবি মাহাবুবা রহমান শিখা ঝিনাইদহ সদর হাসপাতালে মেয়েটিক দেখতে যান।
সেসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলী, জেলা যুবদলের বানিজ্য বিষয়ক সম্পাদক আসলাম হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নাসিম খান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব রহমান বাপ্পি, জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন খান, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব হোসেন সহ অন্যান্যরা।
তারা মেয়েটির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ওই কিশোরীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
ওই কিশোরীর চিকিৎসা প্রসঙ্গে মাহাবুবা রহমান শিখা বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মেয়েটিকে সঠিকভাবে চিকিৎসা প্রদান করার জন্য। ভবিষ্যতে মেয়েটির শারীরিক বা মানসিক উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তা নিশ্চিত করা হবে আমাদের পক্ষ থেকে।
এসময় মেয়েটি কান্নায় ভেঙে পড়েন এবং দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।