1. dailyshammerbarta@gmail.com : দৈনিক সাম্যের বার্তা : দৈনিক সাম্যের বার্তা
  2. info@www.dailyshammerbarta.online : দৈনিক সাম্যের বার্তা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ধর্ষণের শিকার কিশোরীর পাশে দাঁড়ালেন তারেক রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার ঝিনাইদহে প্লাস্টিকের বস্তায় চাউল বাজারজাত করায় জরিমানা ঝিনাইদহে বকেয়া ভাড়া চাওয়ায় ঘর মালিকের বাড়িতে হামলা চাঁদা দাবির অভিযোগ তারাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তারাগঞ্জে গ্রামীণ অবকাঠামো প্রকল্পে অনিয়ম মিঠাপুকুরে আদিবাসীদের জমি নিয়ে বিরোধ! দোকান ঘর সরাতে বলায় মারধরের শিকার তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে আসামি গ্রেফতার আগামীকাল সাঁওতাল বিদ্রোহ দিবস

মিঠাপুকুরে মাদকাসক্তদের হামলায় ব্যবসায়ী আহত, দোকানে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা চুরি

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে মাদকাসক্তদের হামলায় ব্যবসায়ী আহত, দোকানে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা চুরি

স্টাফ রিপোর্টার:-রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদকসেবীদের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। হামলায় তার দোকান ভাঙচুর করে আনুমানিক ২,৫০,০০০/- টাকার ক্ষতিসাধন করা হয়েছে এবং নগদ ২,০০,০০০/- টাকা চুরি হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

রবিবার (৮ জুন)  রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় মিঠাপুকুর থানাধীন ০৫নং বালারহাট ইউনিয়নের বালারহাট অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।

এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ মামুন মিয়া ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন মামুন মিয়ার বসতবাড়ীর পাশে ব্রিজের উপরে মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া, মোঃ জাহিদুল ইসলাম সহ আরও অজ্ঞাতনামা ১৫ জন বিভিন্ন প্রকার নেশাজাতীয় পানীয় সেবন করছিল। মামুন মিয়া এবং তার এলাকার লোকজন তাদের সতর্ক করে ভবিষ্যতে এলাকায় এসে নেশা সেবন না করার জন্য অনুরোধ করেন।

এই সতর্কতার পর থেকে অভিযুক্ত বিবাদীরা মামুন মিয়া ও তার গ্রামের লোকজনের উপর আক্রোশ পোষণ করে গ্রামের মানুষের বিভিন্ন জিনিসপত্র চুরি করতে শুরু করে।

ঘটনার দিন রবিবার (৮ জুন) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় অভিযুক্ত লিটন মিয়া, জাহিদুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরও ১৫ জন পূর্বপরিকল্পনা অনুযায়ী অবৈধ জনতায় দলবদ্ধ হয়ে মামুন মিয়ার চাল, ভুষি, ফিড, গুড়া ইত্যাদির দোকানের সামনে আসে। তারা মামুন মিয়াকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মামুন মিয়া গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদীর হুকুমে অভিযুক্তরা মামুন মিয়ার দোকানের শাটার ভাঙচুর করে দোকানের ভিতরে প্রবেশ করে এবং দোকানের সমস্ত মালামাল নষ্ট করে আনুমানিক ২,৫০,০০০/- টাকার ক্ষতিসাধন করে। এ সময় ২নং বিবাদী মামুন মিয়ার দোকান ঘরের ক্যাশ বাক্স থেকে চাল কেনার ২,০০,০০০/- টাকা চুরি করে নেয়।

মামুন মিয়া বিবাদীদের বাধা দেওয়ার চেষ্টা করলে সকল বিবাদী তাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও বাঁশের লাঠি দ্বারা মারপিট করে কালশিরা ফোলা জখম করে। মারপিট ও ভাঙচুর শেষে অভিযুক্তরা মামুন মিয়াকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, প্রকাশ্যে বাজারের ভেতর ঢুকে তারা এই লুটতরার চালায়। পরিস্থিতি এমন হয়েছিল যে মামুন মিয়া অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। আর সর্বস্ব লুট করে নিয়ে যায় এই সন্ত্রাসীরা। আমরা এর সুষ্ঠু বিচার চাই ।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট