মিঠাপুকুরে ১৬ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ
মোঃ সুলতান মারজান (হৃদয়),স্টাফ রিপোর্টার:-উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে রংপুরের মিঠাপুকুরে ১৬ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (২ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) মুলতামিস বিল্লাহ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ সহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই হুইলচেয়ার বিতরণ করা হলো, যা এইসব শিশুদের চলাচলে অনেকটাই স্বাবলম্বী করবে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগেও মিঠাপুকুরে বিভিন্ন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
হুইলচেয়ার পেয়ে শিশুরা এবং তাদের অভিভাবকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আমাদের চলাচল করা খুব কষ্ট হতো আগে, এখন থেকে আমাদের চলাচলের আর অসুবিধা হবেনা। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে ।