1. dailyshammerbarta@gmail.com : দৈনিক সাম্যের বার্তা : দৈনিক সাম্যের বার্তা
  2. info@www.dailyshammerbarta.online : দৈনিক সাম্যের বার্তা :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মিঠাপুকুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাঃ সম্পাদক আটক সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের মাছ ধরতে গিয়ে ১ জেলের মৃত্যু  পীরগঞ্জ পৌরশহরে অপরিকল্পিত নগরায়ন: ভবিষ্যতের ভয়াবহ সংকট খানসামায় বিএনপির দুই গ্রুপে উত্তেজনার জেরে কর্নেল গ্রুপের ওপর হামলা: মোটরসাইকেল ভাঙচুর ঢাকাস্থ চিরিরবন্দর ও খানসামাবাসীর সাথে জামায়াত পদপ্রার্থী আফতাব উদ্দিন মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত বৈরাতীহাট তালীমুল সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ উন্নয়ন উপলক্ষে আলোচনা সভা, মতবিনিময় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত মিঠাপুকুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা

ঝিনাইদহে বিদেশি ফুলের চাষ করে প্রথম বছরে বাজিমাত করলেন প্রবাসী

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বিদেশি ফুলের চাষ করে প্রথম বছরে বাজিমাত করলেন প্রবাসী

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ বিদেশি ফুল জারবেরা চাষ করে প্রথম বছরেই বাজিমাত করেছেন প্রবাস ফেরত নুহু নামের এক ফুলচাষি। ৩ বিঘা জমিতে এ ফুল চাষ করে এলাকায় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন তিনি।

ঝিনাইদহরে মহেশপুর পৌর এলাকার পাতিবিলা চড়কতলা মাঠে বাণিজ্যিক ভিত্তিতে জারবেরার চাষ শুরু করেছেন তিনি। টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা ১২ হাজার চারা ভারতের পুনে থেকে আমদানি করে চাষ শুরু করেন । এই অজো পাড়াগাঁয়ের জারবেরা এখন ঢাকা, খুলনা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে যাচ্ছে।

বর্তমানে ৩ বিঘা জমিতে ৭ রং লাল, সাদা, হলুদ, পিংক, ম্যাজেন্টা, কমলা, গোলাপি রঙের জারবেরা ফুল শোভা পাচ্ছে। চারা রোপণের তিন মাসের মধ্যেই সফলতা পেয়েছেন এই ফুলচাষি। দুই দিন পর পর ২ হাজার থেকে ২৫শ’ ফুল তুলে ঢাকার শাহবাগে এই ফুল বিক্রি করছেন। প্রতিটি স্টিক ১০-১৫ টাকা দামে বিক্রি হচ্ছে।

ফুল চাষি নুহু মিয়া জানান, বিদেশ থেকে দেশে এসে কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে আমার শ্বশুরের পরামর্শে এই চাষ শুরু করি। আমার শ্বশুর এই কাজের সঙ্গে অনেক বছর ধরে জড়িত। প্রথমে খরচের কথা শুনে ঘাবড়ে গেলেও তার কথা মতো এই ফুল চাষ শুরু করি। তিনি সব কিছু দেখা শোনা করেন।

আব্দুর রাজ্জাক (নুহু মিয়ার শ্বশুর) জানান, ফুল চাষের সঙ্গে প্রায় ১০ বছর ধরে জড়িত। জারবেরা একটি ইউরোপীয় ফুল। ভারতের পুনে থেকে আমদানি করে চাষ শুর করেছেন তিনি। ফুলের খেতের উপর ছাউনি দিতে একই দেশ থেকে আমদানি করা হয় বিশেষ ধরনের পলিথিন। রোপণের তিন মাস পর গাছে ফুল আসতে শুরু করে। একটি গাছ একাধারে ৩ থেকে ৫ বছর ফুল দেয়। একই সময় একটি গাছে ২০ থেকে ২৫টি ফুল পাওয়া যায়।

তিনি আরও জানান, জারবেরা চাষ অত্যন্ত ব্যয়বহুল। প্রথমে খরচের কথা শুনে মেয়ে জামাই ঘাবড়ে যায়। আমার সাহসে সে এই ফুল চাষে সম্মত হয়। ৩ বিঘা জমিতে ১২হাজার জারবেরার চারা রয়েছে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২৬ লাখ টাকা। বর্তমানে প্রতিটি গাছেই ফুল ফুটতে শুরু করেছে । প্রাকৃতিক দুর্যোগ আর আবহাওয়া অনুকূলে থাকলে আশা করা যায় ২ বছরেই খরচের টাকা উঠে যাবে।

কৃষি বিভাগ জানায়, জারবেরা ফুল গাছ থেকে তোলার ১০-১৫ দিন এবং গাছে থাকা অবস্থায় ৩০-৪৫ দিন সতেজ থাকে। ফলে এর চাহিদা অনেক। এই ফুলের বিশেষ বৈশিষ্ট্য হলো সারাবছর ধরে । তবে এপ্রিল-মে মাস হলো এই ফুলের ভরা মৌসুম। সব ধরনের জলবায়ুতে এরা বেঁচে থাকে। তবে উজ্জ্বল রোদের সঙ্গেই এদের সখ্য বেশি। বাংলাদেশে শীত এবং শীতের শেষ ভাগে জারবেরার ফলন ভালো হয়। পলি সেড করে চাষ করলে সারা বছর ধরেই ভালো ফলন হয় বলে জানান এসব কৃষি কর্মকর্তারা।

স্থানীয় আয়নাল আলী জানান, এই প্রথম আমাদের এলাকায় বাণিজ্যিক ভাবে বিদেশি ফুল চাষ হচ্ছে। প্রথমে ভেবে ছিলাম এটা টাকা খরচ করে বাঁশখুটি দিয়ে ঘর বানিয়ে কি চাষ করবে। পরে জানতে পারলাম ফুল চাষ করবে । বর্তমাকে তার জমিতে প্রতি গাছে বিভিন্ন রঙের ফুল ফুটতে শুরু করেছ।

মহেশপুর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা হাছান আলী জানান, জারবেরা ফুল চাষের জন্য এ অঞ্চলের মাটি ও আবহাওয়া বেশ উপযোগী। বছরের যেকোনো সময় এর চাষ করা যায়। শীত মৌসুমে এর উৎপাদন বেশি হয়। এছাড়া দেশের বাজারে এই ফুলের দাম ও চাহিদা অনেক বেশি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট