মিঠাপুকুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আয়োজন
রংপুর প্রতিনিধি:সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় আজ বৃহস্পতিবার (১৫মে) মিঠাপুকুর উপজেলা চত্বরে আয়োজিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, মিঠাপুকুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (লড), মিঠাপুকুর উপজেলা বিএনপির আসন্ন দীবার্ষিক কাউন্সিলে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল হক ইমন সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১৫ জন ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল ও নগত অর্থ বিতরণ করা হয়, যা তাদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
উপকারভোগীরা জানান, আমাদের আর ভিক্ষা করে খেতে হবেনা। আমরা গরু, ছাগল লালনপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করবো। সরকারকে ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে।