‘নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি উস্কে দেবে’ – বাংলাদেশ জাসদ।
ডেস্ক নিউজঃ সাইবার নিরাপত্তা আইন সংস্কার করে ৯ টি ধারা বাতিল করা হয়েছে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি হচ্ছে। আইন সংস্কারের নামে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারনার দন্ড সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হলে বর্তমান পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নানা অপরাধে রাজনৈতিক ভাবে প্ররোচিত করবে বলে মতামত ব্যাক্ত করেছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ এটা ঠিক, অতীতে এই ধারার অপপ্রয়োগ হয়ে থাকতে পারে। বর্তমান পরিস্থিতিতে, এই ধারা মুছে ফেলা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নানা অপরাধে রাজনৈতিক ভাবে প্ররোচিত করবে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশে এটা কারোই কাম্য হওয়া উচিৎ নয়।
আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং মুক্তিযুদ্ধের ধারা রক্ষার্থে ঐধারা বাতিল না করার জোর দাবী জানাচ্ছি।”
-প্রেস বিজ্ঞপ্তি।