রংপুরের বদরগঞ্জে রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
এম. এ.শাহীন, রংপুর: রংপুরের বদরগঞ্জে রোহিঙ্গার জন্ম নিবন্ধন তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত ২৮ এপ্রিল রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহমুদুল হাসান জানান, এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীকের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে । এই ধরণের অপরাধের সঙ্গে জরিত থাকার কারনে তাঁকে চূড়ান্তভাবে অপসারণের জন্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ নোটিশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মে কলিমা নামের এক রোহিঙ্গা নারীকে জন্ম নিবন্ধন সনদ দিয়েছিলেন। প্রাথমিকভাবে স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে ১৭ এপ্রিল পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে দামোদরপুর ইউপির চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক বলেন, আমি কাউকে রোহিঙ্গার জন্ম নিবন্ধন তৈরির কোন নাগরিককে জন্মসনদ দেইনি আমাকে ষড়যন্ত্র ফাঁসানো হয়েছে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা নারীর জন্ম নিবন্ধনসনদ তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িকভাবে বরখাস্ত করেছেন স্থানীয় সরকার বিভাগ। তিনি আরোও বলেন এ বিষয়ে একটি চিঠি পেয়েছি।