,,,,,,,,,বন্ধুর বিয়েতে,,,,,
৪ঠা বৈশাখ শ্যামল-মিনাক্ষী শীলের শুভ পরিণয়
রাকিবুল হাসান শ্যামনগর থেকেঃ দীর্ঘ দিনের অপেক্ষার পর সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সন্তান শ্যামল শীল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে।আগামী ৪ ঠা বৈশাখ ১৪৩২ (রোজ শুক্রবার) রাত ১২:২১ মিনিট গতে মকর ও কুম্ভলগ্নে সুতহিবুকযোগে বিবাহ।খুলনা জেলার পাইকগাছা উপজেলার পিতা,-নিখিল শীল এবং মাতা-মালতী শীল এর ছোট কন্যা মিনাক্ষী শীল অন্য দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পিতা-নরেশ শীল এবং মাতা- সরস্বতী শীলের বড় পুত্র শ্যামল শীল আগামী ১৮ এপ্রিল শুভ পরিণয়,সাতক্ষীরা বাসীর পক্ষ থেকে তাদের জন্য শুভ কামনা রইল।