ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম প্রামানিক এবং সদস্য সচিব কমল কান্ত রায়ের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চালানো সন্ত্রাসী কর্মকাণ্ড মানবতা ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন এমনকি শিশুদের ওপর যেভাবে ইসরায়েলি হামলা চলছে, তা চরম নৃশংসতা ও নির্মমতার বহিঃপ্রকাশ। বিশ্ব সম্প্রদায়ের নিরবতা এই বর্বরতাকে প্রশ্রয় দিচ্ছে বলেও মন্তব্য করা হয়।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব মনে করে, এই মুহূর্তে মুসলিম উম্মাহ সহ সকল মানবতাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানানো হয়—ফিলিস্তিনে গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিবৃতির শেষে গঙ্গাচড়াবাসীর পক্ষ থেকে ফিলিস্তিনের সংগ্রামী জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং সকল নির্যাতিত মানুষের পাশে মানবতার পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।