রংপুরের জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করলেন দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
ডেস্ক নিউজঃ পাঁচ দিনের সফরে এসে প্রধান বিচারপতি আজ রোববার ৬ এপ্রিল, সকাল সাড়ে ৯ টায় রংপুরের জেলা জজ আদালত চত্বরে পৌঁছালে রংপুরের সিনিয়র জেলা জজসহ বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে প্রধান বিচারপতি জেলা আদালত চত্বরে একটি হাড়ি ভাঙা আমের চারা রোপণ করেন। এরপর তিনি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাসসহ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত এবং মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। সেখানেও একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিচারকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।