মিঠাপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮’ ব্যাচের পূনর্মিলনী
মিঠাপুকুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিঠাপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি, ১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই আয়োজনে শৈশব-কৈশোরের বন্ধুদের মধ্যে জম্পেশ আড্ডা, খুনসুটি ও আনন্দ-উচ্ছ্বাসের রঙিন মুহূর্ত সৃষ্টি হয়। সতীর্থরা, তাদের পরিবার এবং শিক্ষাগুরুর উপস্থিতিতে পুরো দিনটি স্মৃতিময় করে তোলেন।
বৃহস্পতিবার (৩- এপ্রিল) সকালে মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলনীর আয়োজন শুরু হয়। ঘণ্টার ধ্বনির মধ্য দিয়ে স্কুল জীবনের স্মৃতি তুলে ধরে অনুষ্ঠানটি শুরুর ঘোষণা দেন সবার প্রিয়, ৯৮’ এর মেধাবী শিক্ষার্থী এবং শান্ত ছেলে হিসেবে পরিচিত ডাক্তার মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রাক্তন শিক্ষক সম্মাননা পর্বের সূচনা হয়। এই পর্বে স্মৃতিচারণ করেন সম্মানিত শিক্ষকরা। তাঁদের উত্তরীয় পরিয়ে, মানপত্র পাঠ ও ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এছাড়া, প্রয়াত শিক্ষক, কর্মচারী,এবং হারিয়ে যাওয়া মানুষদের স্মরণ করা হয়। বিশেষ সম্মাননা লাভ করেন, অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং এসএসসি’ ৯৮ ব্যাচের কৃতী শিক্ষার্থীরা। যাঁরা দেশ এবং মানুষের সেবায় নিয়োজিত আছেন।
দুপুরে খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নাচের মাধ্যমে শৈশব-কৈশোরের স্মৃতিগুলি আরও জাগ্রত হয়। এই অনুষ্ঠানে অংশ নেন এসএসসি’ ৯৮ ব্যাচের শিক্ষার্থী, তাদের সন্তান এবং আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণী ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরবর্তী বছর গুলোতে এই মিলনমেলা চলমান থাকবে বলে জানানো হয়।