1. dailyshammerbarta@gmail.com : দৈনিক সাম্যের বার্তা : দৈনিক সাম্যের বার্তা
  2. info@www.dailyshammerbarta.online : দৈনিক সাম্যের বার্তা :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর, আহত ৭ পুদিনা আর চেরি টম্যাটো ফলবে একই টবে, একসঙ্গে! শ্যামনগরে দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। ঝিনাইদহে  অকারিগরি ক্রাফটদের আদলতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ রংপুরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় গ্রেফতার ৩ তিস্তা পাড়ে এক হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতালের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন মিঠাপুকুরে ৫ মাসেও নববধূ আফরিনের রহস্যময় মৃত্যুর ময়নাতদন্তের প্রতিবেদন আসেনি মেঘ বলল ______শুভ দাশগুপ্ত বিক্ষোভে মুখর রংপুর ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা মাথায় কাফনের কাপড় বেঁধে রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

ঝিনাইদহে বাড়তি ভাড়া নেওয়ায় জরুরি সেবায় ফোন ও সাংবাদিকের কাছে বক্তব্য দেওয়ায় যাত্রীকে মারধর

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বাড়তি ভাড়া নেওয়ায় জরুরি সেবায় ফোন ও সাংবাদিকের কাছে বক্তব্য দেওয়ায় যাত্রীকে মারধর

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঈদে ফিরতি টিকিটের দাম বেশী নেওয়ায় জরুরী সেবাই ফোন ও সাংবাদিকের কাছে বক্তব্য দেন এক যাত্রী। পরে  বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী যাত্রীকে  ভ্রাম্যমাণ আদালতের সামনে বেধড়ক মারধর করেন পরিবহন শ্রমিকরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ৫ টারদিকে এ  ঘটনা ঘটে। তবে ওই যাত্রীর নাম পরিচয় যানা যায়নি।

এ ঘটনায় প্রশাসন কোন পদক্ষেপ না নিয়ে স্থান ত্যাগ করেন।

ঢাকাগামী এক যাত্রী তাকরিমুজ্জামান বলেন,
আমরা যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এক যাত্রীকে মারধর করেছে শ্রমীকরা। আজ আমাদের নিরাপত্তা কোথায়। তিনি বলেন,  বেশি ভাড়া নেওয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের নামে অভিযোগ করেন ওই যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহন শ্রমিকরা অভিযোগকারী যাত্রী ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেছেন।

স্থানীয়রা জানানা,  বিকেল ৫ টার দিকে এক যাত্রী জরুরি সেবায় ফোন করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মীরা ধর্মঘট শুরু করেন। এসময় তারা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।

ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতি সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, আমাদের জেলার একজন এসি ল্যান্ড তার বহর নিয়ে আমাদের বাস কাউন্টারে  সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কিনা তিনি মনিটরিং করতে এসেছিলেন। তিনি কাউন্টারে এসে ভাড়া বেশি নেয়া হচ্ছে মন্তব্য করার কারণে এখানে যারা দায়িত্বে আছেন তাদের মনঃক্ষুণ্ণ হয়। তারা তখন ভাবে ম্যাজিস্ট্রেট হয়তোবা জরিমানা করবে তখন উভয়ের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যার ফলে বাস কাউন্টারের সমস্ত কাউন্টার বন্ধ হয়ে যায় এবং শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।  সে সময় এসিল্যান্ড পূর্বাশা কাউন্টারের মধ্যে অবস্থান করে। তিনি বলেন যদি ভাড়া বেশি নিয়ে থাকে প্রশাসনরা আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব কিন্তু এলোমেলো এসে যদি জরিমানা করা হয় টার্মিনালের মালিক শ্রমিকরা ভুল বোঝার ফলে অনেক সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে।

এদিকে এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস মোবাইলে জানান, ঢাকা থেকে মেহেরপুর রোডের ভাড়া ৭৫০ টাকা। ঝিনাইদহ থেকে যে সকল যাত্রীরা ঢাকায় যাচ্ছেন তাদের কাছ থেকেও তারা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছেন। কোন কোন ক্ষেত্রে ৮০০ টাকাও নিচ্ছেন। এমন একটা অভিযোগে পূর্বাশা কাউন্টারে আমরা মনিটারিং করতে যায়। তখন ম্যানেজার ও মালিকের সাথে কথা বললে তারা আমাদের বলেন যে এটা আমাদের ভুল হয়েছে আমরা পরবর্তীতে ঠিক করে নেব। এ কথা বলে পাশের গোল্ডেন লাইনে গেলেই সবাই কাউন্টার বন্ধ করে টিকিট বিক্রি বন্ধ করে একটা হট্টগোল সৃষ্টি করে। তারা একজন যাত্রীকেও মারধর করে তাকে আমরা সেভ করি। কাউন্টার শ্রমিকরা আমাদের সরাসরি লাঞ্ছিত না করলেও সরাসরি আমাদের অপমান করেছে বলে মন্তব্য করেন এসিল্যান্ড।

এদিকে এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এর কাছে ফোন করলে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটেছে কিনা এ বিষয়ে  জানা নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট