মিঠাপুকুরে মুশাপুর স্মার্ট ক্লাবের উদ্যেগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
রংপুর অফিস: রংপুরের মিঠাপুকুর উপজেলার মুশাপুর স্মার্ট ক্লাবের উদ্যেগে ঈদ পূর্ণমিলনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় মুশাপুর দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ পুনর্মিলনী
অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আব্দুল হালিম মন্ডলের সভাপতিত্বে মুশাপুর স্মার্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ এনামুল হক,সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোকলেছুর রহমান, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ড,মোছাঃ ফাওদিয়া লায়লা,অবসর প্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সুবেদার, মোঃ আজাদুল মন্ডল।
সারাদিন ব্যাপি বিভিন্ন ধরনের খেলা ধুলা অনুষ্ঠিত হয়েছে এতে প্রায়, ১হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। এবং ও দর্শকদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।
এসময় মুশাপুর স্মার্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান বলেন, সদস্যদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও একসাথে মিলেমিশে কাজ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।সকাল বিজয়ীদের অভিনন্দন এ সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।