বাংলাদেশ জামায়াতে ইসলামী,মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
রুবেল হোসাইন সংগ্রাম, মিঠাপুকুর: রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল চান্স প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে মিঠাপুকুর উপজেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতালে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১- এপ্রিল) বিকাল তিনটার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা শাখা কার্যালয়ে এ সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদাণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর, অধ্যাপক গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখার সেক্রেটারি, মাওলানা মোঃ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, মিঠাপুকুরের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পাওয়ায় আমরা গর্বিত। আপনাদের মাধ্যমে মিঠাপুকুরে একসময় বড়বড় কর্মকর্তা,ইঞ্জিনিয়ার, ডাক্তার তৈরি হবে। আপনারা দেশ ও জনগণের সেবা করবেন। বিশেষ অতিথি, মাওলানা মোঃ এনামুল হক বলেন, আপনারা নীতিনৈতিকতা বজায় রাখবেন। আপনাদের সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়ুক, আমরা সেই প্রত্যাশা করি।
আলোচনা শেষে শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির আসাদুজ্জামান শিমুল।