মিঠাপুকুরে ৭নং লতিবপুর ইউনিয়নে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিঠাপুকুরের ৭নং লতিবপুর ইউনিয়নে বিএনপির সিনিয়র নেতা সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রহিম এর নিজ উদ্যোগে ৭ নং লতিবপুর ইউনিয়নের গরিব অসহায় মানুষের মাঝে আজ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ আনিসুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানি, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন(পাইকার) সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুর রহিম বলেন, দেশের এই ক্রাইসিস মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজে এমন অনেক দরিদ্র ও হতদরিদ্র মানুষ আছে যাদের ঈদ সামগ্রী ক্রয়ের ক্ষমতা নেই, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সামর্থানুযায়ী সামান্য কিছু ঈদ সামগ্রী আমার ইউনিয়নের অসহায় মানুষের মাঝে বিতরণ করতে পেরে মানসিকভাবে তিনি শান্তি উপভোগ করেন। তিনি আরও বলেন জীবনের শেষ সময় অবধি অত্র ইউনিয়নের অবহেলিত অসহায় মানুষের মাঝে নিজ সাধ্য ও সামর্থে সহযোগিতা নিয়ে তিনি নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যেতে চান। তিনি আশা রেখে বলেন বিত্তবানরা নিজ উদ্যোগে এমন সহায়তা নিয়ে এগিয়ে আসলে অসহায় অবহেলিত দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখলে সমাজ হয়ে উঠবে শান্তির বাগান। তিনি আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের নিকট দোয়া চেয়ে বলেন তিনি আগামীতে ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচনে নির্বাচিত হলে শহীদ বীর মেজর জিয়ার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরলস ভাবে কাজ করে যাবেন।
এর আগে ঈদ সামগ্রী বিতরণের শুরুতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ আনিসুর রহমান লাকু। তিনি বলেন দেশনেতা জনাব তারেক রহমানের নির্দেশে আলহাজ্ব আবদুর রহিম হাজী আজকের এই অসামান্য ঈদ সামগ্রী বিতরণ করে বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছেন, তার এই মহতি উদ্যোগ আশাব্যঞ্জক ছিল। তিনি আরও বলেন একটি বিশেষ দল বেহেশতের লোভ দেখিয়ে বিভিন্ন রকম প্রলোভন নিয়ে জনগণকে বিভ্রান্তি করছে, এর থেকে বিএনপি নেতাকর্মীদের ও দেশবাসীকে সজাগ থাকতে হবে। সবশেষে তিনি রহিম হাজীর সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে একটি নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি তথা অত্র ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহবান করেন।