1. dailyshammerbarta@gmail.com : দৈনিক সাম্যের বার্তা : দৈনিক সাম্যের বার্তা
  2. info@www.dailyshammerbarta.online : দৈনিক সাম্যের বার্তা :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর, আহত ৭ পুদিনা আর চেরি টম্যাটো ফলবে একই টবে, একসঙ্গে! শ্যামনগরে দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। ঝিনাইদহে  অকারিগরি ক্রাফটদের আদলতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ রংপুরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় গ্রেফতার ৩ তিস্তা পাড়ে এক হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতালের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন মিঠাপুকুরে ৫ মাসেও নববধূ আফরিনের রহস্যময় মৃত্যুর ময়নাতদন্তের প্রতিবেদন আসেনি মেঘ বলল ______শুভ দাশগুপ্ত বিক্ষোভে মুখর রংপুর ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা মাথায় কাফনের কাপড় বেঁধে রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

মিঠাপুকুরে শঠিবাড়ী হাটে দখলদারিত্বের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে শঠিবাড়ী হাটে দখলদারিত্বের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

=============================
মিঠাপুকুর প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুর উপজেলার অন্যতম ব্যস্ত বাজার শঠিবাড়ী হাট। প্রতিদিন হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারের অভ্যন্তরে গালামাল ব্যবসায়ীদের দখলদারিত্ব এবং ফুটপাতে হকারদের অবৈধ দখলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বাজারের বিভিন্ন ব্যবসায়ী তাদের নির্ধারিত দোকানের সীমানা অতিক্রম করে পণ্য মজুদ রাখছেন, ফলে বাজারের সরু গলিগুলো আরও সংকীর্ণ হয়ে পড়েছে। প্রধান প্রবেশপথসহ হাঁটার জায়গাগুলোতে মালামাল স্তূপ করে রাখার কারণে ক্রেতা ও পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। আগের মতো নির্বিঘ্নে বাজারের মধ্য দিয়ে হাঁটা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতির কারণে ক্রেতাদের পাশাপাশি সাধারণ পথচারীরাও বাধ্য হয়ে প্রধান সড়কে নেমে হাঁটতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। বাজারের ব্যস্ত সময়ে যানজটও তীব্র আকার ধারণ করছে, যা ব্যবসায়িক কার্যক্রমসহ জরুরি চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।

এর পাশাপাশি, রংপুর-ঢাকা মহাসড়কে ছয় লেনের উন্নয়নকাজ চলায় হাঁটার জায়গা সংকুচিত হয়ে গেছে। এরই মধ্যে রাস্তার ধারে হকাররা দোকান বসিয়ে জনসাধারণের চলাচল আরও কঠিন করে তুলেছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটছেন, যা দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এ এলাকায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাজারে এখন কোনো শৃঙ্খলা নেই। কিছু গালামাল ব্যবসায়ী নিজেদের স্বার্থে পুরো এলাকার মানুষকে ভোগান্তিতে ফেলছেন। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে সমস্যা আরও প্রকট হবে।”

সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা অবিলম্বে বাজারের দখলদারিত্ব দূর করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। বাজার বণিক সমিতি, গালামাল ব্যবসায়ী সমিতি ও সড়ক কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা প্রয়োজন।

যদি বাজারের এই বিশৃঙ্খলা চলতে থাকে, তাহলে দুর্ঘটনার মাত্রা আরও বাড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে। শঠিবাড়ীর মতো গুরুত্বপূর্ণ হাট-বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত মনিটরিং বাড়ানো এবং দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট