মিঠাপুকুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। ছাত্র সমন্বয় ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক,মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৮-মার্চ) মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, ১৪নং দূর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, হাফিজুর রহমান ফকির।
রাকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার, বিকাশ চন্দ্র বর্মণ বলেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদের আত্মার শান্তি কামনা করি। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারনে আজ আমরা সকলে একত্রিত হতে পেরেছি। আপনাদের সকলের সহযোগিতায় একদিন এ দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৪ নং দূর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, শহিদুল ইসলাম (মন্ডল),রংপুর জেলা বিএনপির সদস্য, সাজেদুর রহমান রানা। মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি, মেহেদী হাসান রিপুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, শহিদুল ইসলাম স্বাধন। উপজেলা ছাত্রদলের আহবায়ক-হাসান মাহমুদ।
দোয়া মাহফিলে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত সকলের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।