প্রায়ত জাসদ নেতা ফজলুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম খান কিশোর ও জাসদ নেতা হুমায়ন কবির খান মিলন এর স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল, বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ
বাংলাদেশ জাসদ সৈয়দপুর উপজেলা শাখার আয়োজিত প্রায়ত জাসদ নেতা ফজলুর রহমান, জাসদ নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম খান কিশোর ও জাসদ নেতা হুমায়ন কবির খান মিলন এর স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল, বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইমরান আল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন সাব্বির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, রফিকুল ইসলাম মন্ডল, এডভোকেট সুজাউদ্দৌলা সুজা, এডভোকেট আশরাফুজ্জামান আশরাফ, কমনেস পার্টি সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন জাবিস্কো, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আবেদ আলী, শ্রমিক জোট সভাপতি শফিকুল ইসলাম মোমিন, ছাত্র নেতা এনামুল হক রনি প্রমুখ। সকল বক্তাগণ দেশের এই ক্লান্তি মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধভাবে জাসদের হাতকে শক্তিশালী করে দেশ ও জাতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত সভায় সভাপিত্ব করেন ওয়াহেদ আলী নয়ন বিএসসি শিক্ষক। আলোচনাসহ সকল কর্মসূচি পরিচালনা করেন আশিক জনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ সৈয়দপুর উপজেলা শাখা। স্থানীয় অসহায় গরীব দুঃখীর মাঝে ১৮০ টি লুঙ্গি, শাড়ি, শার্ট ও ১৫৬টি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।