অবিনশ্বর সত্য
সনাতন উল্লাস
………………………………..
রাজনীতির নামে
যা-তা দেখছি ছা-তা
অখাদ্য – কু-খাদ্য,
রাজনীতির চৌদ্দ গুষ্টির
করছি যে তাই শ্রাদ্ধ।
সংস্কৃতির নামে
ডাইনে কিম্বা বামে
চলছে যে সব কিত্তি
গা গুলিয়ে
ঘিন ঘিন ঘিন
জ্বলে যাচ্ছে পিত্তি।
ধম্ম ধম্ম ধম্ম করে
কম্ম হলো সাবার
গন্ড মুর্খ আম পাবলিক
ফটকা বাজের খাবার।
বড় বড় হোমরা চোমরার
পদ ভাড়ে মুখর
দুর থেকে মনে হয়
পালে পালে শুকর।
শর্ত ছাড়াই
অর্থ ইশ্বর
অবিনশ্বর সত্য,
মানব মুক্তি
খোঁড়া যুক্তি
বিষ ও কভু পথ্য।।
২২ মার্চ