মিঠাপুকুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে আজ শুক্রবার আল মদিনা শিশু নিকেতন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিঠাপুকুর উপজেলা প্রশাসন, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের স্থানীয় ব্যক্তিবর্গসহ মাদ্রাসার শিক্ষার্থীরা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করে মোনাজাত শেষ করেন।