ঢাকার গুলশানে দূর্বৃত্তদের গুলিতে নিহত সুমনের বাড়িতে চলছে শোকের মাতম
রুবেল হোসাইন (সংগ্রাম),মিঠাপুকুর: ঢাকার গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত সুমনের গ্রামের বাড়ি মিঠাপুকুরের শালাইপুরে চলছে শোকের মাতম। শান্ত এবং ভদ্র ছেলে হিসেবে পরিচিত সুমনকে গুলি করে হত্যার খবর জানার পর থেকে প্রতিবেশী সহ স্বজনরা হতবাক হয়ে পড়েছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহত সুমনের পরিবার সহ স্থানীয়রা।
শুক্রবার (২০-মার্চ) বিকালে সুমনের গ্রামের বাড়ি শালাইপুর ডোবার পাড়ায় গিয়ে দেখা যায়,নিহত সুমনের মা, ঘরের বারান্দায় বসে ছেলের শোকে আহাজারি করছেন। একমাত্র বোন সহ প্রতিবেশীরা সুমনের মরদেহ ঢাকা থেকে কখন আসবে, তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ঢাকায় মরদেহের সঙ্গে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সুমনের মা, নিহত সুমনের স্মৃতিচারণ করে বলছিলেন, আর কয়েকদিন পর সুৃমন বাড়িতে আসার কথা ছিল। গত- বুধবার ফোন দিয়ে সুমন জানিয়েছিলো, সে এবার ঈদে গ্রামের বাড়িতে আসবে। এসময় তিনি আহাজারী করে বলেন, আমার বাবা ঠিকই আসতেছে,তবে এবার লাশ হয়ে। সুমনকে ডিস ব্যবসার জেরে, ৬/৭ টি মামলা দিয়ে হয়রানি করার কথাও বলেন তিনি।
প্রতিবেশী রহিম মিয়া জানান, সুমনের বাবার নাম মাহফুজার রহমান। সুমন দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়। সুমনের নানার বাড়ি ঢাকাতে হওয়ায় সুমন ছোট থেকে নানাবাড়িতে থাকতো এবং সে ঢাকাতে বিয়ে করে সেখানেই থাকে। ইয়াস (১০) এবং সুমাইয়া (৭) নামে সুমনের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। সুমন গুলশান এলাকায় ডিস ব্যবসা করে। সরকার পতনের পর সুমনের ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে গন্ডগোল চলে আসছিলো বলে শুনেছি। সম্ভবত সে কারনে তাঁকে হত্যা করা হয়েছে। আতিয়ার রহমান নামে একজন জানান, সুমন ঢাকাতে থাকলেও ঈদ এবং বিভিন্ন সময়ে বাড়িতে এসে পরিবারের সঙ্গে সময় দিতেন। যে কয়েকদিন গ্রামের বাড়িতে থাকেন,সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। নিয়মিত নামাজ পড়েন। এমন একটি ছেলেকে কেউ হত্যা করতে পারে আমি জানার পর অবাক হয়েছি।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১৯-মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে সুমনকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।