দেশের হবে কি?
মোঃ শফিকুল ইসলাম
মহল্লার লম্পট বখাটে সিগারেট হাতে
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা
ইভটিজিংকারি ছেলেটিই আজ সাংবাদিক।
মূর্খ জ্ঞানহীন গায়ের জোরে কথা বলা লোকটিই
আজ রাজনৈতিক দলের নেতা,
গ্রাম সালিশের সব রায়
তিনিই করেন ঘোষণা।
সুদখোর সাদা মিয়াকে দেখি
মসজিদ মাদ্রাসা কবরস্থানের সভাপতি,
গ্রামের সমস্ত কর্মকান্ডের
সবখানেই সে মধ্যমণি।
একসময়ের প্রমোদবালা বিজলী
এখন নেকাব পড়া গুণি রমণী,
কারন সে হঠাৎ আবিষ্কৃত
ভন্ড পীরের শ্রেষ্ঠ সাহাবী।
যাইনা তাদের আশেপাশে
পাশ কাটিয়ে চলি,
তাতেও আছে নাক গলানি
এমন কেন আমি।
এভাবেই যদি চলতে থাকে
সমাজ দেশের রীতি,
একটু হলেও ভেবে দেখো
দেশের হবে কি?
১৫/০১/২০২৩ইং
মালমো সুইডেন।