সিপিবি পার্টি অফিস দখলের হুমকি তথা দেশে নৈরাজ্য প্রতিরোধে দেশবাসীকে আহবান জানিয়েছেন বাংলাদেশ জাসদ সভাপতি
গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকী ভট্টাচার্য তার নিজ ফেসবুক আইডি থেকে একটি পোষ্টে রাজধানীর পল্টনে সিপিবি কেন্দ্রীয় পার্টি দখলের জন্য দেশবাসীকে উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলার সৃষ্টির অপচেষ্টা করার প্রতিবাদে আজ বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা শরীফ নুরুল আম্বিয়া তার ফেসবুক আইডি থেকে একটি প্রতিবাদস্বরূপ বার্তা দিয়েছেন। তিনি বলেন –
পিনাকি বাবু সিপিবি অফিসে কেন হামলা করার কথা বললেন, তা দুর্বোধ্য, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
সিপিবি দীর্ঘকাল যাবত আওয়ামী নেতৃত্বাধীন জোটের বাইরে থেকে বাম বিকল্প গড়ে তোলার জন্য নিরলস সংগ্রাম করেছে, যা ফলপ্রসূ হয়নি। তারা জুলাই’২৪ ছাত্র গন অভ্যুথানে শরিক ছিল।
দেশে বিদ্যমান অরাজকতা ও নৈরাজ্যে ইন্ধন দেয়া ছাড়া এমন মব-উস্কানির অন্য কোন কারন খুঁজে পাওয়া যায় না। এমন মতলব প্রতিরোধ করা সবার কর্তব্যের মধ্যে পড়ে।