।।আছিয়া।।
মোঃ শফিকুল ইসলাম
কেঁদেছো কী তুমি, ফেলেছো কী জল
আছিয়ার জন্য একটু,
গিয়েছো কী পথে স্লোগানে ফেটে
ফেলেছো কী মুখের থুকটু।
শুনেছো কী তুমি রাষ্ট্রের জবাব
তাতেই কী সে দায় মুক্ত?
বৃথা কী যাবে জাগরণের ডাক
বোন আছিয়ার রক্ত।
চলে তো গেলো সে কাঁদিয়ে বিশ্ব
নরপশুর মুখেতে থুক,
পুরুষ আমি ঘৃণিত সমাজে
প্রিয়জন ঘুরায় মুখ।
কাঁদিতে পারিনা কন্ঠ রুদ্ধ
প্রতিবাদেও বাধা হায়!
বোন আছিয়া ক্ষমা করে দিস
শাসক সে বসে পাহারায়।
জন্ম নিস আবার বাংলায়
নাগিনীর রুপে বিয মুখে,
লোলুপ দৃষ্টির নোংরা চোখে
দংশিবি শোধে ঠুকে ঠুকে।
১৩/০৩/২০২৫ইং
মালমো সুইডেন।