সারাদেশে ঐক্য জাসদের দুর্গ গড়ে তোলার ডাক দিলেন ব্যারিস্টার ফারাহ খান
১৯৭২ সালের ৩১শে অক্টোবর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লক্ষ্য নিয়ে জন্ম নিয়েছিলো জাসদ। সময়ের পরিক্রমায় দেশের রাজনৈতিক উত্থান পতনের ডামাডোলে বাংলাদেশের প্রথম প্রধান বিরোধী দল জাসদ বিভিন্ন কারনে খন্ড খন্ডে পরিনত হয় যার ইতিহাস অনেকেরই জানা। ৫ই আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পরে জাসদের তৃনমূল নেতাকর্মীদের মাঝে সকল অংশের একত্রিত হওয়ার প্রবল চাপ সৃষ্টি হয়। এতে জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান সকল অংশের জাসদের নেতাকর্মীদের একত্রিত করে সিরাজুল আলম খানের অসমাপ্ত কাজ তথা একত্রিত জাসদ ঐক্য গড়তে সারা দেশের জাসদের একটিভ/ইনেকটিভ নেতাকর্মীদের জাসদ ঐক্য গড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে যে ডাক দিয়েছেন তাতে বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি হওয়ায় সারাদেশের নেতাকর্মীদের বিভ্রান্তি ঠেলে জাসদ ঐক্যের কাতারে ডাক দিয়ে নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে আজ একটি বার্তা দিয়েছেন। বার্তাটিতে তিনি লিখেছেন -জেলায় জেলায় ফোন করে, বহিস্কারের ভয় দেখিয়ে কিংবা জুম মিটিং করে যারা কর্মীদের ঐক্য জাসদের মতবিনিময় সভায় যোগ দিতে বারন করছেন তাদের বলছি জাসদের সকল অংশ ঐক্যবদ্ধ হবেই হবে। আমি জেলায় জেলায় ঐক্য জাসদের দুর্গ গড়ে তুলবো। কথা দিলাম।
আপনারা হয়তো ভুলে গিয়েছেন তাই মনে করিয়ে দিচ্ছি- আমার শরীরে সেই সিরাজুল আলম খান দাদার রক্ত যেই সিরাজুল আলম খান শেখ মুজিবর রহমানের মত পাহাড়ের সামনে দাঁড়িয়ে বিন্দু মাত্র ভয় না পেয়ে তাকে চ্যালেন্জ করে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেছিলেন। তাই বলছি আপনার এমন পদক্ষেপ আমাকে আমার লক্ষ্য পৌঁছাতে বাঁধা দিতে পারবে না। আপনাদের কটুক্তি, মিথ্যাচার আমাকে এক চুলও নড়াতে পারবে না। যারা সিরাজুল আলম খান দাদা কে সত্যিকার অর্থে চেনেন তাদের বুঝা উচিত যেই সিরাজুল আলম খান সারা জীবনে তাঁর পরিবারের কাউকে কোনদিন রাজনীতিতে আনেননি, সেই সিরাজুল আলম খান তাঁর শেষ জীবনে তাঁরই রক্ত কে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাকালীন নেতা আ স ম আবদুর রব, হাসানুল হক ইনু, শরিফ নুরুল আম্বিয়াদের মত নেতাদের জীবদ্দশায় জাসদের রাজনীতিতে নামিয়েছেন। সিরাজুল আলম খান জাসদের সকল নেতার ‘বাবা’। তাই তিনি জানতেন তাঁর হাতে গড়া এই নেতা-কর্মীরা কে কতটুকু নামতে পারে তাঁর কন্যা সমতুল্য এই ভাতিজি কে আটকাতে। সে কারণেই তিনি আমাকে ঠিক ততটাই শক্ত করে তৈরি করে গেছেন যতটা ধাক্কা আপনারা সকলে মিলেও আমাকে দিতে পারবেন না। তিনি আমাকে আপনাদের এই অপরাজনীতি থেকে রক্ষা করার সকল কিছু শিখিয়ে পড়িয়ে শক্ত করে তৈরি করে গিয়েছেন।
জাসদ কোন নেতার দল নয়, জাসদ কর্মীর দল। তাই এবার কর্মীদের ঐক্য হবে আগে কারণ আমরা ১৯৯৭ দেখেছি নেতাদের ঐক্য হতে আবার বছর ঘুরতে না ঘুরতে সেই ঐক্য ভাঙতেও দেখেছি। তাই এবার জাসদের সকল অংশের শর্তহীন ঐক্য হবে কর্মীদের মাঝে আগে। আবারো বলছি, আমি জেলায় জেলায় ঐক্য জাসদের দুর্গ গড়ে তুলবো। কথা দিলাম।
আমাদের লক্ষ্য জাসদের ঐক্য।।
-ব্যারিস্টার ফারাহ খান।