মিঠাপুকুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেহরীও ইফতার সামগ্রী বিতরণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৭৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেহরীও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ইকতারন (একটি সামাজিক প্রতিষ্ঠান) এর উদ্যোগে এই অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকতারনের সহ-সভাপতি ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মামুনুজ্জামান মিয়াসহ প্রমূখ।
প্রধান অতিথি মোহাম্মদ ইউনুস বলেন, ইকতারন (একটি সামাজিক প্রতিষ্ঠান) এটি সমাজ উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।