মাদারীপুর জেলার সদর উপজেলায় আপন দুই ভাইসহ তিনজনকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমেও। বিশেষ করে মসজিদের মধ্যে হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে ওই এলাকায়।
পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে এবং সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কর্তৃপক্ষ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
জেলার পুলিশ বলছে, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে এবং ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহত দুই ভাইয়ের মা সুফিয়া বেগম।
মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও অন্তত ৮০ জনকে। বাকীদের ধরার জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
“আধিপত্য বিস্তার এবং আগের পুঞ্জীভূত ক্ষোভের জেরে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তাহলো, ওই এলাকার দুই বংশের মধ্যকার দীর্ঘ দিনের রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং নানা বিষয়ে পুঞ্জীভূত ক্ষোভের জের ধরেই এই ঘটনা ঘটেছে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে বালু তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করেছিলো।