কেন দেশব্যাপী ধর্ষণ??
—বীর মুক্তিযোদ্ধা আহমেদ ফজলুর রহমান মুরাদ
সারাদেশব্যপী ধর্ষণের মহাচ্ছোপ শুরু হয়েছে। ৮ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা কেউ বাদ যাচ্ছে না।এমনকি ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলাও গণ ধর্ষণের শিকার হচ্ছে। এটার কারন খুজে বের করতে হবে। নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি কি শুধুই ‘মব ভায়োলেন্স’? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, সমাজে ধর্মীয় উগ্রপন্থার প্রকোপ। আর তার পেছনের হেতু হচ্ছে, অন্তর্বর্তীদের দ্বারা নানাভাবে ‘রাজনৈতিক ইসলামপন্থী’ গোষ্ঠীদের আশ্রয়-প্রশ্রয় প্রদান।এই সহজ বিষয়টি আমরা অনেকেই বুঝে উঠতে পারছি না। যারা ৭১ এর দুই থেকে চার লক্ষ মা-বোনের ধর্ষকদের বিচার নিয়ে টুঁ শব্দ করে নি বরং তাকে বিতর্কিত করতে দিন রাত চেষ্টা করছে , যারা রিকনসিলিয়েশন করে চলেছে জননীর ধর্ষকদের সাথে, তাদের নিয়ে এসে দেশের বুকে সাদরে জিলিপি খাইয়েছে, তারা আছিয়ার ধর্ষনের বিচার চায় এটা আপনি বিশ্বাস করেন?